লাইফস্টাইল ডেস্ক : ইন্টারনেটের দৌলতে বর্তমানে আঙুলের একটি ছোঁয়ায় কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সামনে খুলে যাবে অবাধ প’র্নের দুনিয়া। আপনার কামনা, বাসনা, আকাঙ্খা, ফ্যান্টাসির উপস্থাপন আপনার ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিন জুড়ে। সমীক্ষা বলছে, দিন যত যাচ্ছে ততই সারা বিশ্বে বাড়ছে প’র্ন দেখার চাহিদা। ছেলে, মেয়ে লিঙ্গ নির্বিশেষে একল বয়সের মানুষের কাছেই প’র্ন দেখার আসক্তি দিনে দিনে ঊর্ধমুখী।
তবে অতিরিক্ত প’র্ন দেখা শরীরের পক্ষে ক্ষতিকারক। এমনটাই বলছে ডাক্তার এবং গবেষকেরা। সারাদিনের স্ট্রেস থেকে।মুক্তি পেতে একটি নির্দিষ্ট সময় প’র্ন দেখা যেতেই পারে কিন্তু তা মাত্রাতিরিক্ত হয়ে গেলেই বিপদ ভীষণভাবে। গবেষকদের মতে, যারা তুলনায় বেশি প’র্ন দেখতে পছন্দ করেন তাদের মধ্যে লিঙ্গ সাম্যতার বিষয়টি বেশি করে কাজ করে। শুধু তাই নয়, যারা প’র্ন দেখতে পছন্দ করেন তাদের মধ্যে যৌ’ন হিংসার বিষয়টিও তুলনায় কম কাজ করে, অন্যদের ক্ষেত্রে যেটা ভয়াল রূপ ধারণ করলেও করতে পারে।
আবার এই মতের উল্টো দিকও দেখিয়েছেন অনেকে। গবেষকদের কেউ কেউ বলছেন, যে পুরুষরা ‘হার্ডকোর প’র্ন’ দেখতে অভ্যস্ত তাদের মধ্যে লিঙ্গ বৈষম্য মূলক আচরণেরও প্রভাব বিস্তার করে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গবেষণা যে ফলাফলে এসে উপনীত হয়েছে সেখানে প’র্ন দেখাকে প্রাথমিকভাবে আসক্তি হিসেবেই চিহ্নিত করা হয়েছে। তবে গবেষনাও এও বলা হয়েছে প’র্নের আসক্তি কখনই মাদ’কাসক্তের মত বিষয় নয়। প’র্ন দেখার বিষয় প্রতিনিয়ত কাজে প্রভাব ফেলে, ব্যবহারিক আচরণে প্রভাব ফেলে তবে অবশ্যই বিশেষজ্ঞের মতামত নেওয়া উচিত বলে মনে করেন গবেষকরা।
Leave a Reply