ডেস্ক রিপোর্ট
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও টাঙ্গাইল-৩ আসনের আমানুর রহমান খান রানাকে মনোনয়ন দেয়া হচ্ছে না। বিতর্ক এড়াতে মনোনয়ন তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। তবে বদির বদলে তার স্ত্রী শাহিনা চৌধুরীকে নৌকা মার্কার মনোনয়ন দিচ্ছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ।
ওবায়দুল কাদের আরো বলেন, সাংসদ বদি ও রানাকে নিয়ে বিতর্ক আছে। আমরা সে বিতর্কে যেতে চাচ্ছি না। তাই মনোনয়নও দিচ্ছি না।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা।
Leave a Reply