নিউজ ডেস্ক :
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি, পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত নয়ন বন্ডের বাসায় শুক্রবার রাতে চুরি হয়েছে।
নয়নের মা সাহিদা বেগম জানান, চোরেরা তালা ভেঙে বাসায় ঢুকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও অর্ধলক্ষাধিক টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে গেছে। বিষয়টি তিনি বরগুনায় থানায় জানিয়েছেন।
তিনি জানান, তিনি এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সকালে প্রতিবেশীরা ঘরের তালা ভাঙা দেখে তাকে খবর দেন। খবর পেয়ে তিনি এসে বাসায় তালা ভাঙা এবং আসবাবপত্র এলোমেলা দেখতে পান। তার নিজের, পুত্রবধূর এবং নাতনির স্বর্ণালংকার এবং টাকা খুঁজে পাননি।
নয়নের কিছু কাগজপত্র ও জমির দলিলপত্রও চুরি হয়েছে বলে তিনি পুলিশের কাছে দেয়া বিবরণে উল্লেখ করেছেন।
এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবির হোসেন মাহমুদ জানান, নয়নের মা চুরির ঘটনা জানিয়েছেন। পুলিশ ঘটনার সত্যতা যাচাইয়ের পর অভিযোগ গ্রহণ করে ব্যবস্থা নেবে।
Leave a Reply