ডেস্ক নিউজ::
অছাত্র, বিবাহিত, বিভিন্ন মামলার আসামিদের ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ দেওয়ার অভিযোগে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় এ ঘটনা ঘটে। সেই মিছিলে হামলার অভিযোগ উঠেছে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের বিরুদ্ধে।
১৩ মে, সোমবার ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর বিকেলে ঢাবিতে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা।
জানা যায়, বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রলীগের একাংশ। ঢাবির মল চত্বরে জড়ো হওয়ার পর তিলোত্তমা শিকদার, বিএম লিপি এবং শ্রাবণী শায়লার ওপর হামলা করেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা।
এ বিষয়ে তিলোত্তমা শিকদার বলেন, ‘নতুন কমিটির সহ-সভাপতি সাদিক খান আমার ওপর হামলা করেছে, সে বিবাহিত। আমি নিজে লজ্জিত, কারণ এর আগেও আমরা একসাথে ছাত্রলীগের রাজনীতি করেছি।’
সাইফ বাবু বলেন, ‘অছাত্র, বিবাহিত এবং বিভিন্ন অভিযোগে অভিযুক্তদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে শোভন-রাব্বানীর অনুসারীরা আমাদের বোনদের ওপর হামলা করে।’
ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সঙ্গে সহ-সভাপতি পদে রয়েছেন ৬১ জন। সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ১১ জন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোট ১১ জন। ক্রীড়াবিষয়ক সম্পাদক হয়েছেন আল-আমীন সিদ্দিক সুজন। তার সঙ্গে উপক্রীড়া সম্পাদক পদে রয়েছেন আরও তিনজন। বিজ্ঞানবিষয়ক সম্পাদক সাদুন মোস্তফার সঙ্গে উপবিজ্ঞানবিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন আরও চার জন।
আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাকিনুল হক চৌধুরীর সঙ্গে উপসম্পাদক হিসেবে রয়েছেন আরও পাঁচ জন। পাঠাগার সম্পাদক হয়েছেন জাভেদ হোসেন। সঙ্গে উপসম্পাদক হিসেবে রয়েছেন পাঁচ জন। তথ্য ও গবেষণা সম্পাদক পল্লব কুমার বর্মণ। এই কমিটিতে উপসম্পাদক হিসেবে হয়েছেন আরও তিন জন।
তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক হয়েছেন শাকিল আহমেদ জুয়েল। তার সঙ্গে উপসম্পাদক হিসেবে রয়েছেন আরও পাঁচ জন। ধর্মবিষয়ক সম্পাদক তাজ উদ্দিন। তার সঙ্গে রয়েছেন আরও চার জন উপসম্পাদক।
গণশিক্ষা বিষয়ে সম্পাদক হয়েছেন আবদুল্লাহিল বারী। তার সঙ্গে উপসম্পাদক হিসেবে রয়েছেন আরও তিন জন। ত্রাণ ও দুর্যোগব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন ইমরান জমাদ্দার। তার সঙ্গে উপসম্পাদক হিসেবে রয়েছেন আরও চার জন। স্বাস্থ্য ও চিকিৎসা সেবাবিষয়ক সম্পাদক হয়েছেন শাহরিয়ার ফেরদৌস হিমেল। তার সঙ্গে উপসম্পাদক হিসেবে রয়েছেন আরও চার জন। সাহিত্যবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আসিফ তালুকদার। তার সঙ্গে রয়েছেন আরও তিন জন উপসম্পাদক।
সূত্র: বিডি জার্নাল
Leave a Reply