কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগের গ্রুপ পর্বের সপ্তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তবে শুরুতে ভালো খেলেও সম্পূর্ণ পয়েন্ট হাত ছাড়া করেছে আব্দুল বারীক ফুটবল একাডেমী।
শুক্রবার (১ মার্চ) বিকেলে আব্দুল বারীক ফুটবল একাডেমী ও এস.বি স্পোটিং ক্লাবের মধ্যকার খেলা উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যকরী সদস্য মো: শফিকুর রহমান কাজল।
খেলার প্রথমার্ধের ২৪ ও ৩৫ মিনিটে জোড়া গোল উপহার দেয় আব্দুল বারীক ফুটবল একাডেমীর রানা ও কাউছার। কিন্তু গোল উৎযাপন ও আতশবাজির আনন্দ ফিকে হয় যায় খেলার শেষের দিকে। নড়বড়ে ডিফেন্সের কারণে ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধে মাঠ ছাড়ে এস.বি স্পোটিং ক্লাব। তবে দ্বিতীয়ার্ধে শক্ত অবস্থান তৈরী করে দলটি। রক্ষণভাগ সামলে আক্রমণাত্বক ফুটবল উপহার দেয় তারা। ৯ নম্বর জার্সিতে খেলা ফাহাদ খেলার শেষ সময়ে ৬৯ ও ৭৪ মিনিটে দুটি গোল উপহার দিয়ে দলকে সমতায় ফেরায়।
৮০ মিনিটের খেলায় শেষ বাঁশি বাজার আগে দু-দলই ২-২ গোল নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। আগের ১ খেলার জয় ও আজকের ১ পয়েন্ট নিয়ে আব্দুল বারীক ফুটবল একাডেমী ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
রেফারী শাওন ফারুকের বাঁশিতে আজকে সর্বোচ্চ পাঁচটি হলুদ কার্ড দেখে দুই দলের খেলোয়াররা। খেলার প্রথমার্ধে ১৪ ও ১৮ মিনিটে দুটি হলুদ কার্ড পায় এস.বি স্পোটিং ক্লাবের বাপ্পী ও সিহাব। অন্যদিকে দ্বিতীয়ার্ধে ৪০, ৭৬ ও ৮২ মিনিটে তিনটি হলুদ কার্ড পায় আব্দুল বারীক ফুটবল একাডেমীর শাহিন, মাহফুজ ও নাঈম।
আগামীকাল শনিবার (০২ মার্চ) বিকেলে ৩ ঘটিকায় গ্রুপ পর্বের অষ্টম ম্যাচ অনুষ্ঠিত হবে বয়লা স্পোর্টিং ক্লাব বনাম ইছামদ্দিন স্পোর্টিং ক্লাব।
Leave a Reply