শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:২৯ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পশ্চিমা দেশগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৮ জুলাই, ২০২২
পশ্চিমা দেশগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পুতিন

পশ্চিমা দেশগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘পারলে যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে হারাক তারা।’

তিনি টেলিভিশন ভাষণে বলেন, ‘পশ্চিমা দেশগুলি রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জ জানাতে চাইছে। তাদের স্বাগত জানাচ্ছি। তারা সেই চেষ্টা করতেই পারে।’

পুতিন বলেন, ‘আজ আমরা শুনতে পাচ্ছি, ওরা নাকি আমাদের যুদ্ধক্ষেত্রে হারাবে। আপনারা কী বলেন? ওরা চেষ্টা করে দেখুক।’

তার অভিযোগ, ‘পশ্চিমা দেশগুলি একটা নতুন বিশ্ব-ব্যবস্থা চালু করতে চাইছে। ওরা ব্যর্থ হতে বাধ্য।’ পুতিনের দাবি, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে বিশেষ অপারেশন চালাচ্ছে, তাতে আবার মাল্টি-পোলার বিশ্ব তৈরি হবে।’

পুতিন বলেন, ‘সকলের জানা উচিত, আমরা ইউক্রেনে সেভাবে অ্যাকশন শুরুই করেনি। তাই এখন মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় বসে সমঝোতায় আসুক কিয়েভ ও পশ্চিমা দেশগুলি। না হলে, যত দিন যাবে, ততই শান্তি আলোচনা কঠিন হয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘আমরা শান্তি আলোচনার বিষয়টি খারিজ করছি না। কিন্তু যারা আলোচনা চাইছে না, তাদের জানা উচিত, যত সময় যাবে, ততই এই আলোচনা করা কঠিন হবে। আমরা তো ইউক্রেনে সেভাবে অ্যাকশন শুরুই করিনি।’

পুতিন বলেন, ‘পশ্চিমা দেশগুলি বলছে, যতদিন ইউক্রেনের একজন মানুষ জীবীত থাকবে, ততদিন তাদের সামরিক ও আর্থিক সমর্থন দিয়ে যাবে। এটা ইউক্রেনের মানুষের কাছে খুবই বেদনাদায়ক পরিস্থিতি। কিন্তু মনে হচ্ছে, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।’

এদিকে, দনেৎস্কে রাশিয়ার আক্রমণের ফলে আটজন মারা গেছেন বলে জানিয়েছে ইউক্রেন। আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো জানিয়েছেন, চারটি শহরে গত ২৪ ঘণ্টায় সাতজন মারা গেছেন।

সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, ক্রামাতরস্ক-এ রাশিয়ার হামলায় একজন মারা গেছেন। শহরের মেয়রও জানিয়েছেন, রাশিয়ার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শহরে আছড়ে পড়েছে। তবে তিনি বিস্তারিতভাবে ক্ষয়ক্ষতির হিসাব দেননি।

স্নেক আইল্যান্ডে ইউক্রেনের পতাকা

গত ৩০ জুন রাশিয়ার সেনা স্নেক আইল্যান্ড ছেড়ে চলে যায়। তারপর সেখানে আবার ইউক্রেনের পতাকা উড়ছে বলে দাবি করেছেন জেলেনস্কির চিফ অফ স্টাফ ইয়েরমাক।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি যুদ্ধবিমান স্নেক আইল্যান্ডে আটকা পড়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 Onenews24bd.Com
Site design by Le Joe