কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আইন শৃঙ্খলার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফজলুল হক বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, শামছুদ্দোহা, ফরিদ উদ্দিন, পাকুন্দিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিডিএম মো. শহীদুল আলমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সকল দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ।
এর আগে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মধ্যে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।
Leave a Reply