সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় আড়াই মাসেও মজুরি মেলেনি ২১৪৪ জন শ্রমিকের

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় আড়াই মাসেও মজুরি মেলেনি ২১৪৪ জন শ্রমিকের

অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের (ইজিপিপি) ৪০ দিনের কাজ শেষ হলেও মজুরি পাননি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোনো শ্রমিক। আড়াই মাসেও জোটেনি উপজেলার দুই হাজার ১৪৪ জন শ্রমিকের মজুরি। ফলে নানা সংকটের মধ্যে চলছে তাদের সংসার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় বলছে, এ উপজেলায় বরাদ্দকৃত শ্রমিকদের মজুরির টাকা মোবাইল ব্যাংকিং নগদের ভুলে পার্শ্ববর্তী ইটনা উপজেলার শ্রমিকদের মোবাইল অ্যাকাউন্টে চলে গেছে। এ কারণে এ উপজেলার শ্রমিকরা এখনো মজুরির টাকা পায়নি।

শ্রমিকরা বলছেন, কর্তৃপক্ষের গাফিলতির কারণে তারা মজুরির টাকা পায়নি। সময়মতো মজুরি না পাওয়ায় কোরবানির ঈদটিও করতে পারেননি তারা। কাজ শেষ হয়েছে আড়াই মাস আগে। কিন্তু এখনো টাকা পায়নি। টাকার জন্য সংশ্লিষ্টদের কাছে ধরনা দিয়েও কাজ হচ্ছেনা। ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে তাদের।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরে দ্বিতীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে ১০ এপ্রিল কর্মসৃজন প্রকল্পের ৪০ দিনের কাজ শুরু হয়। নানা কারণে চারদিন বাদ দিয়ে ৩৬ দিনের কাজ হয়েছে। গত সাত জুন প্রকল্পের কাজ শেষ হয়েছে। উপজেলার নয়টি ইউনিয়নে ৩৭টি প্রকল্পে দুই হাজার ১৪৪ জন শ্রমিক কাজ করেছেন। তাদের দৈনিক মজুরি ৪০০ টাকা। তাদের ৩৬ দিনের মজুরি বাবদ বরাদ্দ দেওয়া হয় তিন কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা।

উপজেলার কুমারপুর গ্রামের শ্রমিক সরদার মো. নজরুল ইসলাম বলেন, আমি গরিব মানুষ। কাজ করে সংসার চালাই। সময়মতো টাকা না পাওয়ায় কোরবানির ঈদটিও করতে পারেনি।
হোসেন্দী ইউনিয়নের শ্রমিক ফারহানা, কুলসুম ও আজিম উদ্দীন বলেন, আড়াই মাস আগে কাজ করেছি। সময়মতো টাকা না পাওয়ায় মানুষের কাজ থেকে ঋণ করে সংসার চালাচ্ছি। এখন মানুষের কাছে টাকা চাইলেও আর ধার দেয়না। পরিবার-পরিজন নিয়ে আমরা খুবই কষ্টে দিন কাটাচ্ছি।

হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাদীউল ইসলাম বলেন, আমার ইউনিয়নে ১০৭ জন শ্রমিক রয়েছে। টাকা না পাওয়ায় তারা খুবই কষ্টে আছে। টাকার অভাবে তারা কোরবানির ঈদটিও করতে পারেনি। শ্রমিকরা যাতে অতি দ্রুত মজুরির টাকাটা পেয়ে যায়, সেই ব্যবস্থা করতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

পাকুন্দিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম বলেন, এ বিষয়ে আমাদের কোনো হাত নেই। গত দুই বছর ধরে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে প্রত্যেক শ্রমিকের মোবাইলে তাদের পাওনা টাকা ঢোকে যায়। কিন্তু এবার নগদের সার্ভারের ত্রুটির কারণে পাকুন্দিয়া উপজেলার শ্রমিকদের নামে বরাদ্দকৃত টাকা পার্শ্ববর্তী ইটনা উপজেলার শ্রমিকদের মোবাইলে ঢুকে গেছে। ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে ইউএনও স্যার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছেন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরি বলেন, এই বিষয়টি নিয়ে প্রকল্প পরিচালক ও ডিসি স্যারসহ সংশ্লিষ্ট বিভাগের সচিব স্যারের সঙ্গে কথা হয়েছে। আশা করছি অল্প দিনের মধ্যেই শ্রমিকরা টাকা পেয়ে যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com