কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্যোগে “ব্যাংকিং সবার জন্য” শীর্ষক আর্থিক স্বাক্ষরতা বিষয়ক গ্রাহক সমাবেশের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ব্যাংকের সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক পাকুন্দিয়া এজেন্ট শাখার স্বত্বাধিকারী ও ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সিনিয়র ইউনিট অফিসার হেদায়েতুল্লাহর পরিচালনায় গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধানআলহাজ্ব মোঃ আব্দুল জলিল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, ইসলামী ব্যাংক কর্মকর্তা আতিকুল ইসলাম আতিক, লক্ষীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল আমীন (মিলন স্যার)।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাঠ কর্মকর্তা আবুল কাসেম এবং সংগীত পরিবেশন করেন ইমরান হোসেন।
এ সময় ইসলামী ব্যাংকের এসভিপি ও শাখা প্রধান ইসলামী ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
Leave a Reply