কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তরের নির্দেশনায় খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি করে চাল বিক্রয় কার্যক্রমের জন্য খাদ্য বান্ধব কমিটির সভা আজ সোমবার ১৪ আগষ্ট দুপুরে উপজেলা নির্বাহী অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-আলম, পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খাদ্য বান্ধব কমিটির সদস্য সচিব এ.কে.এম ইমরান হোসেন ভূইয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) এনায়েত করিম।
খাদ্য বান্ধব কমিটির সদস্য সচিব এ.কে.এম ইমরান হোসেন ভূইয়া বলেন আগামী ১৬ আগষ্ট ২৩ হতে ১৫ টাকা কেজি দরে ইউনিয়ন ডিলারগণ চাল বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন। উল্লেখ্য যে, বকেয়াকৃত দুই মাসের ৬০ কেজি চাল এক সাথে দেওয়া হবে।
Leave a Reply