কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ভেজাল গোখাদ্য উৎপাদনের দায়ে মেসার্স সিয়াম ট্রেডার্স কে জরিমানা করা হয়েছে।
রোববার (২৫ জুন) দুপুরে পাকুন্দিয়ার পুলেরঘাট বাজারে এই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, দীর্ঘদিন যাবত মেসার্স সিয়াম ট্রেডার্স কাঠের গুড়া মিশিয়ে ভেজাল গোখাদ্য উৎপাদন করে আসছিল।
এসময় প্রতিষ্ঠানের মালিক আসাদুজ্জামান ভূইয়া (৫০) কে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
র্যাবের নেতৃত্বে এ ভেজাল বিরোধী অভিযানে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বণিক।
Leave a Reply