সবার আগে সুশাসন, জনসেবা উদ্ভাবন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নূর এ আলম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম সাইফুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাদেকুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় যা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রাথমিক বিদ্যালয় ও সমাজসেবার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী।
Leave a Reply