সংগ্রাম স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলীন শহীদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ মেজবাহ উদ্দিন ও মুজিবুর রহমান, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মোঃ হাদিউল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে অসহায় ও অসচ্ছল ৬ জন মহিলাকে সেলাই মেশিন ও ৩ জন মহিলাকে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পঃপঃকর্মকর্তা ডাঃ নূর-এ-আলম খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার নূর-এ-আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply