কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ৩ হাজার ৩শ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব কৃষি প্রণোদনা হস্তান্তর করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ আলম, পৌর মেয়র নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, সুখিয়া ইউপি চেয়ারম্যান আ. হামিদ টিটু, উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুল আওয়াল ও সাবেক সভাপতি বাবুল আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আমিনুল হক শামীম।
Leave a Reply