বুধবার, ৩১ মে ২০২৩, ০৮:৪৪ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
পাকুন্দিয়ায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারসহ সকল জনবল রাজস্ব খাতে নেওয়ার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের পাকুন্দিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবাল (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর হাতে এ স্মারকলিপি তুলে দেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উপজেলা শাখার সভাপতি একে ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সদস্য মাওলানা শরীফুল ইসলাম, আদিল রেজা, নাজমুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি একে ফখর উদ্দিন বলেন, ইসলামের প্রচার ও প্রসারের লক্ষে ১৯৭৫ সালের ২২ মার্চ মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান নিজ হাতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তাঁর শাহাদাৎ বরণের পর প্রকল্পটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৯৯৬ সালে দেশরতœ জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ২০১৯ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদে ৬ষ্ঠ পর্যায়ে শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি পরিচালনা করেন।

বর্তমানে সারা বাংলাদেশে ৭৩ হাজার ৭৬৮টি কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকার আওতায় ২৪ লাখ ১৪ হাজার ২শ জন ছাত্র-ছাত্রী শিক্ষা গ্রহণ করছে। আমরা সকলেই বর্তমানে পরিবার পরিজন নিয়ে অল্প বেতনে কেন্দ্র গুলো পরিচালনা করছি। স্মারকলিপিতে সকল জনবল রাজস্ব খাতে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 Onenews24bd.Com
Site design by Le Joe
%d bloggers like this: