কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কবি রফিকুল ইসলাম খোকন গণগ্রন্থাগারের রফিকুল ইসলাম খোকন রচিত মা মাটি দেশ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন ও সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জুন) বিকেলে উপজেলার চরটেকী ডেঙ্গু মুন্সীর বাড়ি কাব্য কুঠির প্রাঙ্গণে মোড়ক উম্মোচন সভা অনুষ্ঠিত হয়।
এমএ মান্নান মানিক কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। রফিকুল ইসলাম গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম মুকসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, কিশোরগঞ্জ জেলা বেসরকারী গণগ্রন্থাগারের সভাপতি মো. রুহুল আমীন, জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন, নিটল মটরস লিমিটেডের ব্রাঞ্চ ইনচার্জ বৃক্ষ প্রেমিক হোসাইন আলমগীরসহ জেলা ও উপজেলার কবি সাহিত্যিক, গীতিকার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কবি রফিকুল ইসলাম খোকন গণগ্রন্থাগারের পাশে বৃক্ষ রোপন করেন অতিথিবৃন্দ।
Leave a Reply