রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় ১০ শিক্ষকের ৯ ছাত্রী, পাস করেনি কেউ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ১০ শিক্ষকের ৯ ছাত্রী, পাস করেনি কেউ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরতেরটেকিয়া মৌজা উচ্চ বালিকা বিদ্যালয়। বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ১০। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ৯জন পরীক্ষার্থী অংশ নেয়। ১২ এপ্রিল রবিবার ঘোষিত ফলাফলে পাস করেনি কেউ।

জানা গেছে, উপজেলার চরফরাদী ইউনিয়নে ১৯৮৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। এরপর ১৯৯০ সালে পাঠদানের স্বীকৃতি পায়। ১৯৯৪সালে অষ্টম শ্রেণি পর্যন্ত এমপিও ভুক্ত হয়। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ২০০জনের মত ছাত্রী রয়েছে। শিক্ষক রয়েছেন ১০জন। কর্মচারী রয়েছেন ৪ জন। বিদ্যালয়ে সর্বশেষ দশম শ্রেণিতে ৯জন ছাত্রী ছিল। ওই ৯জন ছাত্রীই এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

বিদ্যালয় থেকে মানবিক, ব্যবসায় ও বিজ্ঞান শাখা থেকে সবাই পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে মানবিক বিভাগ থেকে ৮জন ও ব্যবসায় বিভাগ থেকে একজন পরীক্ষা দেয়। পরীক্ষায় কেউ পাস করতে পারেনি।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন জানান, বিদ্যালয়টি প্রত্যান্ত গ্রামীন জনপদে প্রতিষ্ঠিত। এই এলাকার বেশির ভাগ মানুষই হতদরিদ্র। অভিভাবকরা শিক্ষার বিষয়ে অসচেতন। ছাত্রীরাও অমনোযোগী ও মেধাহীন। বিদ্যালয়ে নিয়মিত আসে না। শিক্ষকরা বাড়ি বাড়ি ঘুরেও তাদের নিয়মিত স্কুলে আনতে পারেনি। এরপরও শিক্ষকদের চেষ্টার কোন কমতি ছিল না। বিগত বছর গুলোতে আমাদের এ স্কুল থেকে এসএসসির ফলাফল শতভাগ পাস ছিল। কিন্তু এবছরই এ দুর্ঘটনাটি ঘটেছে। তবে আশা করছি ২০২৫ সালের পরীক্ষায় সবাই ভালো করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com