বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন, প্রতিপাদ্যকে সামনে রেখে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের সার্বিক ব্যবস্থাপনা পাকুন্দিয়া ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে হইতে একটি র্যালী পৌর সদর বাজার প্রদক্ষীন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিনশহীদ চৌধুরীর সভাপতিতে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের রেনু, উপজেলা সমবায় অফিসার মোসাঃ শাহেনা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ মেজবাহউদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি এড, আব্দুল আউয়াল, কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আজহারুল ইসলাম সরকার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জন্মভূমি সমবায় সমিতি সভাপতি আরমান, বন্ধন সমবায় সমিতির সভাপতি আরিফুল ইসলাম, মঠখোলা অগ্রগতি সমবায় সমিতির সভাপতি মুক্তার উদ্দিন সজল প্রমুখ, আলোচনা শেষে তিনজন সফল সমবায়ের হাতে কেস্ট তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু।
Leave a Reply