সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো এই প্রতিপাদ্য নিয়ে পাকুন্দিয়ায় জাতীয় ভোটার দিবস ২০২৪ পালিত হয়েছে।
শনিবার (২ মার্চ) সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা নির্বাচন অফিস। উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ নেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য এ্যাড. মো. সোহরাব উদ্দিন। সহকারী নির্বাচন কর্মকর্তা ইব্রাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, অফিসার ইনর্চাজ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কালাম আজাদ, পাকুন্দিয়া রিপোটার্স ক্লাবের সভাপতি মো. মুঞ্জুরুল হক মুঞ্জু প্রমুখ।
Leave a Reply