কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। এই সময় ডাকাতির কাজে ব্যবহৃত কয়েক ধরনের অশ্র ও সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
রবিবার (০৩ মার্চ) ভোর রাতে কিশোরগঞ্জ টু গাজীপুর মহাসড়কে পাকুন্দিয়া উপজেলার টুক ব্রীজের উত্তর পাশে পাকা রাস্তার উপর ঘটনাটি ঘটেছে।
আটকৃতরা হলেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঘোষেরকান্দি গ্রামের মোন্তাজ উদ্দিনের ছেলে আফাজ উদ্দিন (২৪), পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামের তারা মিয়ার ছেলে সুজন মিয়া রনি (৩১) একই উপজেলার জামালপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে সুজন মিয়া (২৮)।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানাধীন এগারসিন্দুর ইউনিয়নের চরদেওকান্দী সাকিনস্থ কিশোরগঞ্জ টু গাজীপুর হাইওয়ে রোডস্থ টোক ব্রীজের উত্তরপাশে পাকা রাস্তার উপর কতিপয় দুষ্কৃতিকারী অবৈধ অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া ডাকাতি করার প্রস্তুতি কালে তাদের গ্রেফতার করা হয়।
এই বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান টিটু জানান, আটকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আজ রবিবার বিকেলে আদালতের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply