কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তৃতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাবে আরও ১৮ পরিবার।
রবিবার দুপুরে (২৪ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তৃতীয় পর্যায়ে ঘর বরাদ্দের জন্য পরিকল্পনা ও কর্মসূচি নিয়েই নির্মাণ কাজ শেষ হয়েছে।
আগামি ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেণির) পরিবার পুনর্বাসনের লক্ষ্যে তৃতীয় পর্যায়ে আনুষ্ঠানিক ভাবে ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই উপজেলার সুখিয়া ইউনিয়নের আশুতিয়া গ্রামের ১৮জন গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এ ঘর গুলো বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছে। এসব ঘর গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হলে তাদের ঈদ আনন্দে নতুন মাত্রা যুক্ত হবে।
Leave a Reply