নিজস্ব প্রতিবেদক
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নির্বাচনে দায়িত্বপালনকারী প্রিজাইডিং, সহকারীপ্রিজাইডিং ও পুলিং এজন্টদের প্রশিক্ষণ গতকাল বুধবার বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনেঅনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়েজনে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান এর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন সংক্রান্ত আলোচনা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
Leave a Reply