কিশোরগঞ্জের পাকুন্দিয়া পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই ঘটনা ঘটে। পাগলা কুকুরের কামড়ে আহতরা হলেন- চর কুর্শা গ্রামের খালেকের স্ত্রী সাহারা খাতুন, বড়আজলদি গ্রামের খোকনের স্ত্রী রহিমা, লিটনের স্ত্রী নুরনাহার, রবির স্ত্রী কল্পনা, বুরহানের স্ত্রী মিনা, মানিকের স্ত্রী মনোয়ারা, শুকুর মাহমুদ এর ছেলে ইব্রাহিম, রহিমের ছেলে ইয়াসিন, আগরপাট্টা গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী মিস্ত্রির মা, সুখিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে হুমায়ুন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তাদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. নুরে আলম খান বলেন আমাদের হাসপাতালে ষ্টোরে থাকা ১ টি প্যাকেজে ৫টি ইঞ্জেকশন ছিল। সেগুলো ৫ জনকে পুশ করতে পেরেছি। বাকি ১০ জনকে জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
Leave a Reply