“নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর হইতে একটি র্যালী পৌর সদর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতহয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ সাদেকুর রহমান, মোঃ ইসলাম উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক এনায়েতুল্লা শুভ্র, পাকুন্দিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply