কিশোরগঞ্জের পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের আয়োজনে সাবেক অধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও অফিস সহকারীর এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন বৃহস্পতিবার দুপুরে কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হকের সভাপিতত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির সভাপতি সাবেক ভিপি মো. শফিকুল ইসলাম।
সহকারী অধ্যাপক গীতা রানী সাহার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো. আহসানুল হক লিটন, সহকারী অধ্যাপক আইরিন পারভীন, মোবারক হোসেন ভূঁইয়া, আজাহারুল ইসলাম, প্রভাষক আসাদুজ্জামান প্রমুখ।
এ সময় কলেজের সাবেক বিদায়ী অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক মোসলেহ উদ্দিন খান ও অফিস সহকারী মো. ফজলুর রহমানকে উপস্থিত অতিথিবৃন্দ সংবর্ধনা প্রদান করেন।
Leave a Reply