কিশোরগঞ্জের পাকুন্দিয়া বাজার বণিক সমিতি কার্যকরী কমিটির অভিষেক ও সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৮ ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যায় পৌর সদর পাঠমহল চত্বরে নব নির্বাচিত বাজার বণিক সমিতির সভাপতি ওমর ফারুক মজলিশের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
এই খবরটি পড়ুন: পাকুন্দিয়া বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
প্রভাষক তরিকুল হাসান শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সারোয়ার আলম, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, পাকুন্দিয়া পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. হুমায়ুন কবির, সাবেক মেয়র এড. মোঃ জালাল উদ্দিন, পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক জামাল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ মো. বোরহান উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সাবেক এজিএস. রায়হান উদ্দিন আকন্দ, বাজার বণিক সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান রাসেল, কার্যকরী কমিটির সদস্য বোরহান উদ্দিন, বাজার ব্যবসায়ী মঞ্জুরুল হক।
Leave a Reply