বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১০:০০ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হাত পাখার গ্রাম নিকলীর সূত্রধরপাড়া

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ মে, ২০১৯
  • ১১৬০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা , নিকলী :

বৈশাখ মাসে চলে রোদ-বৃষ্টির খেলা। এবার বৃষ্টি কম। তাই গরমের দাপট বেশি। তাতানো রোদের ভরদুপুরে পড়ে ভাপসা গরম। লোডশেডিং কষ্ট আরও বাড়ায়। এমন অবস্থায় শরীর জুড়াতে অনেকের ভরসা হাতপাখা। হাতপাখার ভুবনে দেশের সবখানে বেশি জনপ্রিয় তালপাতা দিয়ে তৈরি পাখা। এই পাখা নিয়ে গ্রামগঞ্জে প্রচলিত একটি কথা আছে “তালের পাখা/ প্রাণের সখা/ গরমকালে দিয়ো দেখা।জামাই আইছে পিড়িঁ দে।
এই তালপাতার পাখা যেমন অনেককে গরমে আরাম দেয়, তেমনি অনেকের জীবিকা এই পাখা বানানো। পাখা বানিয়ে, বিক্রি করে যে আয় হয়, তা দিয়ে ঘোরে অনেক সংসারের চাকা। আসে স্বাচ্ছন্দ্য। যেমন এসেছে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সূত্রধরপাড়ায়। সেখানে প্রায় ৫০০ নারীর জীবিকা চলে তালপাতার পাখা বানিয়ে বিক্রি করে। তালপাতার নানা রকম বাহারি পাখা তৈরির জন্য সূত্রধরপাড়া গ্রামটির আশপাশে পরিচিতি ‘পাখা গ্রাম’ বলে।
বাড়ি বাড়ি এক দৃশ্য: নিকলীর দামপাড়া ইউনিয়নের একটি গ্রাম সূত্রধরপাড়া। গ্রামের প্রায় ২০০ পরিবারের সব জড়িয়ে আছে তালপাখা তৈরির সঙ্গে। কেউ পাখার কারিগর, কেউ বা ব্যবসায়ী। চৈত্র মাস আসার আগে থেকেই এই গ্রামের দৃশ্যপট বদলে যায়। সব বাড়িতে দেখা যায় এক দৃশ্য। ঘর, উঠান, বাড়ির সামনে বসে নানা বয়সী নারী ও মেয়েরা ব্যস্ত থাকে তাল পাতা দিয়ে পাখা বানানো নিয়ে। কার্তিকের শুরু পর্যন্ত চলে এই ব্যস্ততা।
সম্প্রতি সূত্রধরপাড়ায় গিয়ে দেখা যায়, এক বাড়ির উঠানে বিভিন্ন বয়সী ১০-১৫ জন নারী ব্যস্ত তালপাতার পাখা তৈরিতে। কেউ পাখা বানাচ্ছে, কেউ তালপাতা পানিতে ভেজাচ্ছে, কেউ পাখার জন্য বাঁশের শলা কেটে রোদে শুকাতে দিচ্ছে। কথা হয় সেখানে কাজে ব্যস্ত অর্চনা সূত্রধরের (৩৫) সঙ্গে। এটি তাঁর শ্বশুরবাড়ি। তিনি জানান, তাঁর শাশুড়ি, ননদ, ভাশুরের মেয়েও পাখা বানান। গ্রামের কয়েকজন নারীও তাঁদের সঙ্গে কাজ করেন।
অর্চনা বলেন, আমি পড়াশোনা করিনি। কিন্তু পাখা তৈরি করে যে টাকা পাই, তা দিয়ে তিন ছেলেমেয়েকে স্কুলে পড়াচ্ছি। কিছু টাকা সঞ্চয়ও করছি দুঃসময়ের জন্য।
প্রায় সব বাড়িতেই দেখা যায় পাখা বানানোর এমন ব্যস্ততা। গৃহবধূরা রান্নার ফাঁকে ফাঁকে হাত লাগান পাখা তৈরিতে। কাউকে কাউকে দেখা গেল, সন্তান কোলে নিয়েই পাখা বানাচ্ছেন। ছোট ছেলেমেয়েরাও সাহায্য করে বড়দের। আর পুরুষেরা এনে দেন তালপাতা এবং পাখা তৈরির নানা উপকরণ। ফলে পুরো গ্রামে পাখা তৈরি অনেকটা শিল্পের রূপ পেয়েছে।
গ্রামের অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, পাখা তৈরি করে গ্রামের অনেকে সংসার চালান। অনেকে সংসার সাজান। কিছু আছেন মূল কারিগর। কিছু আছেন ব্যবসায়ী, তাঁরা কারিগর দিয়ে পাখা বানিয়ে বিক্রি করেন। যাঁদের মূলধন নেই, তাঁরা কারিগর বা কারিগরের সহযোগী হিসেবে কাজ করেন। এঁদের সংখ্যা প্রায় ৩০০। তাদের সবাই নারী এবং পাখা বানানো তাঁদের জীবিকা।
কারিগরেরা জানান, একটি তালপাতা দিয়ে ১০টি পাখা হয়। একটি পাখা তৈরির জন্য তাঁরা মজুরি পান ১৫ টাকা। একজন কারিগর দিনে পাঁচ-ছয়টি পাখা তৈরি করতে পারেন। মজুরি ও উপাদান কেনা বাবদ একটি পাখা তৈরিতে প্রায় ২৫ টাকা খরচ পড়ে। এক একটি পাখা পাইকারিভাবে বিক্রি হয় ৩৫-৪০ টাকায়।
গ্রামের অরুণা সূত্রধর বলেন, ১৪ বছর আগে আমার বিয়ে হয়েছে। বিয়ের আগে পাখা তৈরি করে দেড় লাখ টাকা জমিয়েছিলাম। বিয়ের পর তা স্বামীর হাতে তুলে দিয়েছি। আরেকজন অনিতা সূত্রধর বলেন, পাখা বানানো শুরুর আগে সংসারে অভাব লেগেই থাকত। পাখা তৈরি করে এখন আমি স্বাবলম্বী।
কারিগরেরা জানান, চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত পাখার বেচাকেনা ভালো হয়। আশ্বিন, কার্তিক ও অগ্রহায়ণ মাসে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে তালপাতা সংগ্রহ করেন গ্রামের পুরুষেরা। পাখার জন্য ছোট তালগাছের পাতার কদর বেশি। গাছের মালিকদের কাছ থেকে ১০০ পাতা গড়ে চার হাজার টাকায় কেনেন তাঁরা।
শুরু প্রায় ৬০ বছর আগে গ্রামটির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ৬০ বছর ধরে এই গ্রামের নারীরা তালপাখা তৈরি ও বিক্রি করছেন। তবে ঠিক কবে থেকে বা কার মাধ্যমে গ্রামটিতে এই পেশার গোড়াপত্তন, নির্দিষ্ট করে তা কেউ বলতে পারেননি। অবশ্য শুভারানী (৮৫) বলেন, অনেক আগে মিরদা সুন্দরী নামের এক গৃহবধূ এই পাখা তৈরির কাজ তার বাবার বাড়ি থেকে শিখে আসেন। তাঁর কাছ থেকে শেখেন গ্রামের অন্য গৃহবধূরা। একপর্যায়ে তা গ্রামের ঘরে ঘরে জীবিকার মাধ্যম হিসেবে দাঁড়িয়ে যায়। ৩০ বছর আগে মিরদা সুন্দরী মারা গেছেন। বিশাখা রানী সূত্রধর বলেন, এখন পাখার মৌসুম। গরম বেশি পড়লে পাখার কদরও বাড়ে। তৈরি হয় যেভাবে: তালপাখা তৈরিতে ব্যবহ্ার হয় তালপাতা, বাঁশ, বেত, সুঁই-সুতা ও রং। প্রথমে শুকনো তালপাতা চার-পাঁচ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখা হয়। তালপাতা পানি থেকে তুলে বাঁশের কঞ্চির কলম লাগিয়ে রোদে শুকানো হয়। এরপর ধারালো ছুরি দিয়ে কেটে তালপাতার চারদিক গোলাকার করা হয়। পরে পাখায় রং মাখানো হয়। সবশেষে পাখায় বেত আর শলা দিয়ে সুঁই-সুতার কাজ করা হয়। পাখায় নান্দনিক সৌন্দর্য ফোটাতে অনেক কারিগর রঙিন সুতা দিয়ে চোখজুড়ানো নকশাও করেন।
গ্রামের অবনী সূত্রধর (৮০) জানান, চাহিদামতো উপকরণ না পাওয়ায় তালপাখা তৈরিতে এখন সমস্যা হচ্ছে। দিনদিন তালগাছ কমে যাওয়ায় এখন আর আগের মতো তালপাতা পাওয়া যায় না।
সূত্রধরপাড়ার তালপাখা পাইকারি হিসেবে কিনে নিয়ে যান আশপাশের বিভিন্ন উপজেলার পাইকারেরা। তাদের একজন বাজিতপুরের সাহেদ মিয়া। তিনি বলেন, প্রতিটি পাখা আমরা ৪০ টাকা করে কিনি। ক্রেতাদের কাছে এই গ্রামের পাখার কদর থাকায় পাখা কিনতে সপ্তাহে গড়ে দুই দিন আসতে হয়। অন্যান্য উপজেলার পাইকারদের হাত হয়ে এই গ্রামের পাখা চলে যায় সেসব উপজেলায়। কেউ কেউ নিয়ে যান ঢাকা এবং অন্যান্য জেলায়ও। তাঁরা যা বলেন: দামপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আবু তাহের বলেন, সূত্রধরপাড়ার পাখা তৈরির কাজ এখন একটি শিল্পে পরিণত হয়েছে। গ্রামটি পাখাপাড়া হিসেবে সবার কাছে পরিচিত হয়ে উঠেছে। এ কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা এখনই প্রয়োজন। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, তালপাতা দিয়ে পাখা বানাচ্ছেন সূত্রধরপাড়ার নারীরা। প্রাণচঞ্চল ওই গ্রামের আশপাশের গ্রামগুলোতেও এর ইতিবাচক প্রভাব পড়েছে। পরিশ্রম অনুযায়ী মজুরি কম। তার পরও বলব, নারীরা কাজ করে তাঁদের ভাগ্যের পরিবর্তন করছেন। নারীরা তাঁদের অবস্থানকে সুদৃঢ় করছেন। শিল্পটিকে বাঁচিয়ে রাখতে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com