কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নে পাগলা কান্দা মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) বিকালে ৪.৩০ মিনিটে খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও গুরুদয়াল সরকারি কলেজের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান সজল।
হৃদয় একাদশ বনাম আবু হানিফ একাদশের অংশগ্রহনে খেলায় ২-১ গোলে হৃদয় একাদশ বিজয়ী হয়।
বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ আবদুল আওয়ালের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতহার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা যুবরীগ নেতা আশিকুর রহমান রুবেল, জেলা ছাত্রলীগের সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ বুখারী শরীফ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ, ছাত্রলীগ নেতা সাইমন কবির হৃদয়, সাদ্দাম হোসেন, মোঃ আফজাল মিয়া, মহিউদ্দিন মাখন প্রমুখ।
পরে বিজয়ী দলকে একটি ফ্রিজ ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার হিসেবে এলইডি টিভি প্রদান করা হয়।
Leave a Reply