স্পোর্টস ডেস্ক :
পাকিস্তানের কাছে ৫ তারিখ লর্ডসে হারের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপ মিশন। তবে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য বিশ্বকাপ শেষ হয়ে গেলেও সংসদ সদস্যদের জন্য তা সবেমাত্র শুরু।
পাকিস্তানকে হারানোর পর উল্লাস প্রবাসীদের বুধবার ইংল্যান্ডে মাঠে গড়ায় ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ। এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে ৮টি দল। ৮টি দল ২টি গ্রুপে বিভক্ত। বাংলাদেশের গ্রুপে রয়েছে নিউ জিল্যান্ড, পাকিস্তান ও অল স্টার একাদশ।
বুধবার নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করে বাংলাদেশের সংসদ সদস্যদের দলটি। শক্তিশালী পাকিস্তানকে ১৩ রানে হারায় বাংলাদেশ দল। লর্ডসে বাংলাদেশ জাতীয় দল কিছুদিন আগে হার মানলেও বাংলাদেশ সংসদ সদস্যদের দল পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করে।
বাংলাদেশের পরবর্তী খেলা বৃহস্পতিবার অল স্টার একাদশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে । গ্রপ পর্বে প্রতি গ্রুপ থেকে ২টি দল সেমিফাইনালে যাবে। আগামী ১২ তারিখ সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
ইন্টার পার্লামেন্টারি ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের সংসদ সদস্যদের দলের বিজয়ে কয়েকটি ছবি দিয়ে টুইটারে পোস্ট করেন সংসদ সদস্য শেখ তন্ময়।
Leave a Reply