নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের করিমগঞ্জে মোছা. শান্তা আক্তার (১৩) নামে এক জেডিসি পরীক্ষার্থী গতকাল সোমবার বিকেলে ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ওইদিন ঘোষিত তার পরীক্ষার ফলাফল মনমতো না হওয়ায় ঘরের আড়ার সাথে ওড়না পেছিয়ে সে আত্মহত্যা করে।
এবারের জেডিসি পরীক্ষায় উপজেলার জাটিয়াপাড়া দাখিল মাদরাসা থেকে অংশ নিয়ে শান্তা জিপিএ ২.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়। সে জাটিয়াপাড়া গ্রামের মো. মজনু মিয়ার মেয়ে। মজনু ঢাকায় রিক্সা চালান।
পারিবারিক সূত্র ও আশেপাশের লোকজন জানান, ফলাফল জানার পর শান্তা মন খারাপ ঘরে প্রবেশ করে। পরে সবাইকে ফাঁকি দিয়ে ফাঁসিতে ঝুলে পরে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়ায় ঘরের নিজকক্ষের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে শান্তা আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
Leave a Reply