সালাহ্উদ্দিন শুভ :
মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বাড়ির পুকুরে ডুবে সুইটি মালাকার (১৭) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। সে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী এবং লক্ষীপুর গ্রামের ঈরেশ মালাকারের মেয়ে।
রোববার (২৮ জুলাই) সকাল ৭টায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হলে সকাল ৯টায় তার মরদেহ পানির উপর ভেসে উঠে। রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, ‘সুইটি মালাকার কলেজে যাবার জন্য সকাল ৭ টায় বাড়ির পুকুরে নামে। এর পর থেকে সে নিখোঁজ ছিল। সকাল ৯ টায় পুকুরের পানিতে তার মরদেহ ভেসে উঠে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। সম্ভবত ছাত্রীটি সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।’
Leave a Reply