বিনোদন ডেস্ক ::
বাংলাদেশি মডেল সানাই মাহবুব সুপ্রভাকে ছেড়ে দিয়েছেন পুলিশ। গত রোববার ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেয়া হয়েছিলো। ডিএমপি’র সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের জিজ্ঞাসাবাদের পর অবশেষে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সুপ্রভা মাহবুব সানাই।
বেলা ৩টায় সুপ্রভাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইন এর অংশ হিসেবে আজ সানাইকে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে আনা হয়েছিলো। সে সময় সানাই তার ভিডিও গুলোর জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছে এনং সে সব ভিডিও মুছে ফেলতে সম্মত হয়েছে।
সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ এমন কর্মকাণ্ডের ওপর নজর রাখবে। যে তার মুচলেকার বাইরে কিছু করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবেও বলে জানিয়েছে পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।
উল্লেখ্য, নিজের ব্রেষ্ট ইমপ্ল্যান্টসহ ও নানা ধরণের অপেশাদার বিষয়ে অপ্রাসঙ্গিক ভিডিও ইন্টারনেটে প্রকাশ করার জন্যই মূলত তাকে আনা হয়েছিলো জিজ্ঞাসাবাদের জন্য।
ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নবাগতা সানাই মাহবুব সুপ্রভা। চিত্রনির্মাতা গাজী মাহবুবের ভালোবাসা ২৪×৭ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে বিনোদন জগতে পা রাখেন। এরপর আরও অর্ধ ডজন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে সব ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ড দিয়েই আলোচনার শীর্ষে উঠে আসেন সানাই।
Leave a Reply