করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কিশোরগঞ্জ সদর পৌরসভার আয়োজনে পৌরসভার আয়োজনে এবং জেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় ৩৫০ কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণ সমাগ্রী) বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, মেয়র মোঃ পারভেজ মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম খোদাদাদ হোসেন, গালিব মাহমুদ পাশা, তাহমিনা সুলতানা লীনা, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর ছিদ্দিক, কমিউনিটি পুলিশিং এন্ড ইন্টিলিজেন্স ইন্সপেক্টর জয়নাল আবেদীন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম প্রমুখ।
Leave a Reply