সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

প্রকৌশলীর ওপর হামলাকারীদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৩ বার পড়া হয়েছে
প্রকৌশলীর ওপর হামলাকারীদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে কার্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হাবিবুল্লাহ, সহকারী প্রকৌশলী মো. আবুল হাসান শোভন, মো. শাহরিয়ার, কৌশিক বসাক, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মালেক সিদ্দিকী, হিসাব রক্ষক মো. আলমগীর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রোববার (২৯ জানুয়ারি) বিকেলে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী সরকারী দায়িত্ব পালন অবস্থায় নিজ কক্ষে প্রায় ২০- ২৫ জন ঠিকাদার অতর্কিতভাবে হামলা এবং শারীরিক ভাবে লাঞ্চিত করেন।

মানববন্ধনে প্রকৌশলীরা কয়েকটি দাবি তুলে ধরে বলেন, সম্পূর্ণ বেআইনীভাবে নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীকে শারীরিকভভাবে লাঞ্চনা করায় দোষী সকলকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিল সহ আজীবন কালো তালিকাভুক্ত করতে হবে৷ সারাদেশে ঘটে যাওয়া বিগত দিনে এলজিইডির প্রকৌশলীদের উপর হামলার ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমে নির্বিঘ্ন রাখতে এলজিইডির মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চয়তায় সার্বক্ষণিক গানম্যান প্রদান করতে হবে। নির্বাহী প্রকৌশলীদের ম্যাজিস্ট্রেসী ক্ষমতা প্রদান করতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Site design by Le Joe