ভারতের পশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জনের সময় নৌকা উল্টে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
সোমবার (২৬ অক্টোবর) রাতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছে ডুবুরি দল। স্থানীয় ডুমনিদহ বিলে প্রায় কয়েক শ’ প্রতিমা বিসর্জন চলছিল। এ সময় প্রতিমা বহনকারী দুইটি নৌকার মধ্যে সংঘর্ষ ঘটে। এতে দুটি নৌকাই উল্টে যায়। এ সময়ে প্রতিমাও পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতরা সবাই প্রতিমার কাঠামোর নিচে চাপা পড়ে মারা গেছেন। ঘটনাস্থলে দমকল বাহিনী ছাড়াও রয়েছে উদ্ধারকারী দলের বেশ কয়েকজন।
Leave a Reply