সিপিএলের নতুন আইন অনুযায়ী, ৩০ গজ বৃত্তের মধ্যে চার ফিল্ডারের পরিবর্তে পাঁচ ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয় নাইট রাইডার্সকে। পরের ওভারে একই ভুল আরও এক ফিল্ডার কমে আসে তাদের। আর শেষ ওভারে একজন ফিল্ডারকেই মাঠ ছাড়া হতে হয়। অন ফিল্ড আম্পায়ার জাহিদ বাসারাথ টানা তিন ওভার মন্থর বোলিংয়ের কারণে লাল কার্ড দেখান নাইট রাইডার্সকে। অধিনায়ক কাইরন পোলার্ড বেছে নেন নারাইনকে।
ধারাভাষ্যকক্ষে ইয়ান বিশপ তখন বলেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে, ওহ লাল কার্ড। এ ধরনের কার্ড দেখতে আপনি চাইবেন না। তাদের এখন ১০ জন নিয়ে ফিল্ডিং করতে হবে। যার মধ্যে দুজন থাকবে ৩০ গজ বৃত্তের বাইরে। তাই কাউকে মাঠ ছাড়তে হবে। এখন দেখি পোলার্ড কাকে বের করতে চায়।
প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান করে প্যাট্রিয়টস। রান তাড়া করতে নেমে ১৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় নাইট রাইডার্স। হেসেখেলে জিতলেও হতাশা প্রকাশ করেন পোলার্ড।
ম্যাচ শেষে ক্যারিবীয় এই অলরাউন্ডার বলেন, এমন টুর্নামেন্টে যদি ৩০-৪৫ সেকেন্ডের জন্য শাস্তি পেতে হয়, তাহলে এটা খুবই হাস্যকর।
Leave a Reply