বিনোদন ডেস্ক :
এ বছরের বহুল প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে অন্যতম প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘সাহো’। আগামী ৩০ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এর আগে সোমবার (১৯ আগস্ট) ইউটিউবে ‘ব্যাড বয়’ শিরোনামের একটি গান প্রকাশ করেছে নির্মাতারা।
গানটিতে প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন তারা।
‘ব্যাড বয়’তে প্রভাস-জ্যাকলিনের রসায়ন এরইমধ্যে দর্শকের নজর কেড়ে নিয়েছে। মাত্র একদিনে গানটি দেখা হয়েছে ৮৫ লাখ বারের বেশি।
‘ব্যাড বয়’তে কণ্ঠ দিয়েছেন র্যাপার বাদশা এবং নীতি মোহন। অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানে ধারন করা হয়েছে এর দৃশ্য।
সুজেথ পরিচালিত ‘সাহো’ প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন। হিন্দি, তেলেগু এবং তামিল এই তিনটি ভাষায় নির্মিত হয়েছে ছবিটি।
Leave a Reply