ডেস্ক রিপোর্ট
কিছুদিন আগে ঘরের মাঠে ৩০ রানেপাকিস্তানের বিপক্ষে অল আউট হয়েছিল বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দল। এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় হারের লজ্জা পেতে হলো বাংলাদেশের নারীদের।
আজ শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়া ম্যাচটিতে মাত্র ৪৬ রানে অল আউট হয়েছে সালমা খাতুনের দল। এতে ৬১ রানের বিশাল জয় পেয়েছে স্বাগতিকরা।
ম্যাচে টস জিতে ক্যারিবিয়ানদের ব্যাট করতে পাঠায় বাংলাদেশ দল।
জাহানারা আলমের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে উইন্ডিজ নারী দল।
লাল সবুজদের হয়ে ৪ ওভার বল করে ২৩ রানে জাহানারা তিনটি উইকেট তুলে নেন। ১৬ রান খরচ করে দুটি উইকেট শিকার করেন রুমানা আহমেদ। অন্যদিকে একটি করে উইকেট আদায় করেন সালমা খাতুন ও খাদিজু তুল কুবরা।
পরে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ বলে দলীয় ছয় রানের মাথায় উইকেট পতন হয় বাংলাদেশের নারীদের। দলের হয়ে সর্বোচ্চ ৮ বলে ৮ রান করেন ফারজানা হক।
পুরো ইনিংসে মোট তিনটি বাউন্ডারি মারতে সক্ষম হয় বাংলাদেশ দল। সব মিলিয়ে ১৪.৪ ওভার খেলতেই গুটিয়ে যায় তারা।
স্বাগতিকদের হয়ে ৩.৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে ৫টি উইকেট শিকার করেন ডিয়েনড্রা ডটিন। এতে ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন ডান-হাতি এই মিডিয়াম পেসার।
Leave a Reply