দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলীতে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে নিকলী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামের আয়োজনে ও নিকলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. আব্দুর রউফ।
সভার প্রধান আলোচক হিসেবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. রফিকুল ইসলাম তালুকদার ও মূল আলোচক হিসেবে নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
সভার সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন নিকলী উপজেলার ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) মোহাম্মদ মিজানুর রহমান (বিসিএস-এফপি)।
সভায় প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে আলোচনা ছাড়াও সংশ্লিষ্ট সেবা বাস্তায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আস আদ দীন মাহমুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আফতাব উদ্দিন প্রমূখ।
উক্ত প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে অবহিতকরণ কর্মশালায় উপজেলার পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ নেন।
Leave a Reply