বগুড়ার কাহালু উপজেলায় প্রাইভেটকার ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন।
শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কালিয়ারপুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- প্রাইভেটকার যাত্রী নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার তানছের আলী (৭৫), তার ছেলে টগর (৩৪), প্রাইভেটকার চালক সুমন (৩০) এবং অপর যাত্রী আব্দুর রহমান (৩৫)। এতে শাকিল (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে কালিয়ারপুকুর নামক স্থানে রোকেয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীতমুখী দ্রুতগামী পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেন। পরে প্রাইভেটকারের সামনের অংশ কেটে চালক সুমনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে আব্দুর রহমান নামের আরও একজন মারা যান।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে গেছেন। পিকআপটি আটক করা হয়েছে। নিহতদের স্বজনদের সংবাদ পাঠানো হয়েছে। তারা পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
Leave a Reply