ভৈরব সংবাদদাতা :
ভৈরবে সামাজিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী তানিয়া অবশেষে গলায় ফাসঁ দিয়ে নিজ গৃহে আতœহত্যা করেছে । পুলিশ নিহতের মরদেহ সুরতহাল করে থানায় নিয়ে এসেছে । এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনরা দোষীদের বিচার ও কঠিন শাস্তির দাবী জানিয়েছেন । পুলিশ বলছে মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থাসহ দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নেওয়া হবে।
ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের মিলন মিয়ার ৬ সন্তানের মাঝে সবার বড় কন্যা তানিয়া বেগম চলতি বছর ভৈরব সরকারি জিল্লুর রহমান কলেজ এন্ড বিশ্ব-বিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন । লেখা-পড়ার পাশাপাশি সে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালের এইড নার্স (সহকারি সেবিকা হিসেবে কাজ করতেন । চাকুরীর সুবাদে একই হাসপাতালের সহকর্মী মিজান মিয়ার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে । গেল শুক্রবার দিবাগত রাতে শ্রী-নগর গ্রামের আবুল কালাম মিয়ার পুত্র সহকর্মী মিজান মিয়া তানিয়ার বাড়ীতে যায় । এ ঘটনায় গ্রামের লোকজন মিজানকে আটক করে উভয়ের বিয়ের আয়োজন করে স্থানীয় কাজী ও মসজিদের ঈমামকে খবর দেয় । পরে ভোটার আইডি কার্ডের অজুহাতে এলাকার একটি পক্ষ আটকৃত মিজানকে কৌশলে পালিয়ে যেতে সহযোগিতা করে । এ ঘটনায় স্থানীয় কতিপয় লোকজন ক্ষিপ্ত হয়ে তানিয়াদের বাড়ি-ঘরে ঢিল ছোড়েঁ এবং নানা ধরনের অকথ্য ভাষায় গালমন্দ করে । এসব ঘটনায় সামাজিক মানসিকভাবে দূর্বল হয়ে লোক লজ্জার ভয়ে শনিবার বেলা সাড়ে এগারোটায় নিজ গৃহে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তানিয়া ।
নিহতের মা শেফালী বেগম, মামাতো ভাই আলমসহ স্থানীয়রা জানান, তানিয়ার সাথে মিজানের দেড় বছর যাবত প্রেমের সম্পর্ক ছিল । এ সম্পর্কের কারনে মিজান শুক্রবার রাতে তানিয়ার বাড়ীতে গেলে এলাকাবাসিরা মিজানকে আটক করে বিয়ের আয়োজন করে । পরে স্থানীয় একটি প্রভাবশালী মহল কৌশলে মিজানকে পালিয়ে যেতে সহযোগিতা করে । শুধু তাই নয় তারা এ ঘটনায় তানিয়ার বাড়ীতে ইট-পাটকেল নিক্ষেপ করে অকথ্য ভাষায় গালমন্দ করে ও ধিক্কার দেয় তানিয়াকে। এসব ঘটনা সইতে না পেরেই তানিয়া আত্মহত্যার পথ বেছে নেয়। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আওয়াল মিয়া বলেন, কিছু মানুষের অযৌক্তিক অপবাদ সইতে না পেরে মেয়েটি আত্মহত্যা করেছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।
এ বিষয়ে ভৈরব থানার তদন্তকারি অফিসার আমজাদ শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ সুরতহাল করেছি । ময়নাতদন্তের রিপোর্ট পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
Leave a Reply