বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ফখরুল ও জাফরুল্লাহসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২০ এপ্রিল, ২০১৯
  • ৪৭৫ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য আকরাম হোসেন বাদল বৃহস্পতিবার কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন।

মামলার বাদী আকরাম হোসেন বাদলের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের ভুনা গ্রামে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম শফিকুল ইসলাম জানান, মামলার বিবরণে বলা হয়েছে—সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রের উন্নয়নকাজে ক্ষতিসাধন করতে চান আসামিরা। চলতি বছরের ১ এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে একের পর এক ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকে। বিভিন্ন স্থানে শিশুহত্যাসহ ধর্ষণের ঘটনা বেড়ে যায়। তা ছাড়া গত ৪ এপ্রিল মিজানুর রহমান মিনু দেশে পুনর্নির্বাচনের ব্যবস্থা করা না হলে ৩০ সেকেন্ডের মধ্যে সরকারের পতন ঘটবে বলে হুমকি দেন। আইনজীবী জানান, মামলাটি আমলে নিয়ে পাকুন্দিয়া থানার ওসিকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন কিশোরগঞ্জ আমল গ্রহণকারী আদালত-৩-এর বিচারক মোহাম্মদ আবদুন নূর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com