স্পোর্টস ডেস্ক :
ক্রিকেটের অভিভাবক খ্যাত আইসিসি-র কর্মকাণ্ড নিয়ে আগে থেকেই নানা প্রশ্ন রয়েছে। তারপরে আইসিসি এবার শচীন টেন্ডুলকারকে নিয়ে যে টুইট করেছ, তা নিয়েই উঠেছে বিতর্ক। ঘটনা একেবারে বিশ্বকাপের ফাইনালের মঞ্চের একটি ছবি নিয়ে। বিশ্বকাপ শেষ হওয়ার পরে এটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে ক্রিকেট বিশ্বে।
পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাচের সেরা ক্রিকেটার বেন স্টোকসকে পুরস্কার তুলে দিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার।
স্টোকস-শচীন সেই ছবি-ই আইসিসি নিজেদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে লিখল, “সর্বকালের সেরা ক্রিকেটার এবং শচীন টেন্ডুলকার!” এর সঙ্গে চোখ বোজানো এক ইমোজি! এতেই চরম অসম্মানের ইঙ্গিত পেয়েছে ক্রিকেট বিশ্ব।
স্টোকস এবং শচীনের সঙ্গে তুলনা ইচ্ছাকৃতভাবেই তুলে ধরেছে আইসিসি- এমনটাই অভিযোগ করছেন ভারতীয় সমর্থকরা। কিংবদন্তি শচীন টেন্ডুলকাকে অসম্মান করার অভিপ্রায় নিয়েই তাঁদের এই টুইট এমনটাই বলছেন তাঁরা। মজার ছলেই হয়তো আইসিসি-র এই টুইট। কিন্তু তা সীমা লঙ্ঘন করেছে, দাবি ক্রিকেট ভক্তদের।
স্টোকস ভালো ক্রিকেটার। হয়তো এই প্রজন্মের অন্যতম সেরা অলরাউন্ডার। কিন্তু তাঁর সঙ্গে কিনা শচীনের তুলনা! তা-ও আবার খোদ আইসিসি-র তরফ থেকে।
ম্যাচের সেরা স্টোকস। তবে সিংহাসনে আরোহনের দিনেই ইংরেজ তারকা অলরাউন্ডারকে অযাচিত বিতর্কের মুখে ফেলল আইসিসি।
Leave a Reply