ডেস্ক রিপোর্ট
মনোনয়ন পত্র যাছাই- বাছাইয়ের সময় ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার সকালে এ ঘোষণা করা হয়। দুই বছরের অধিক সময় সাজাপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করার বিষয়টি জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র।
এ আসনে মনোনয়ন পাওয়ার আশায় সাক্ষাৎকার দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ভলান্টিয়ার্স অব আমেরিকান কমিউনিটি (বাংলাদেশ)-ইউএস’র প্রেসিডেন্ট আবুল হাসেম বুলবুল, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহাম্মদ মজুমদার ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুসহ ১৩ জন।
Leave a Reply