রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ফেসবুকে গুজব প্রতিরোধে সতর্ক থাকতে হবে-পুলিশ সুপার

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮ বার পড়া হয়েছে
ফেসবুকে গুজব প্রতিরোধে সতর্ক থাকতে হবে-পুলিশ সুপার
সামাজিক মাধ্যম বা ফেসবুকে গুজব সৃষ্টি করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) । মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার এসব কথা বলেন।
সোমবার  (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় মৌলভীবাজার জেলার পূজা উদযাপন কমিটি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন দুর্গাপূজা উদযাপন নিয়ে তাদের মতামত জানান।
পুলিশ সুপার বলেন, আসন্ন দুর্গাপূজা নিয়ে বলেন, ‘২০২২ সালের পূজায় পুলিশ যেভাবে আপনাদের পাশে ছিল, এবছরও আপনারা আমাদের পাশে পাবেন। আমরা আগের চেয়ে এবছর আরও এগিয়ে থাকব।’

তিনি বলেন,‘আমাদের এখন থেকেই সচেতন থাকতে হবে।আমরা বিট পুলিশিং,কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আপনাদের পাশে থেকে আপনাদের নিয়ে কাজ করে যেতে চাই।’

পুলিশ সুপার বলেন, `দুষ্কৃতিকারীরা ফেসবুক বা অন্য কোন সামাজিক মাধ্যমে পুরনো কোন ছবি বা এডিট করা ছবি পোস্ট করেও গুজব সৃষ্টি করে জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে। এরকম কিছু দেখলে সচেতন ভাবে পুলিশকে অবহিত করতে হবে। কোনটা ফেইক কোনটা রিয়েল সেটা যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’nn

পুলিশ সুপার বলেন,নিজেদের মধ্যে সামাজিক কোন সমস্যা বা মন্দির কমিটি নিয়ে দ্বন্দ্ব থাকলে সেটা এখনই নিরসন করতে হবে। তা নাহলে তৃতীয় পক্ষের কেউ এই সুযোগে বিশৃংখলা সৃষ্টি করতে পারে।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জগণ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com