নওগাঁর বদলগাছীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সাবেক সাংসদ ড. আকরাম হোসেন চৌধুরীর মোটরসাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক সাংসদ ডা. আকরাম হোসেন চৌধুরী।
এসময় বদলগাছী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাফিজার রহমান, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো.আসাদুজ্জামান, আধাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা সেচ্চাসেবক লীগের সাবেক আহবায়ক আনিছুর রহমান প্রমূখ।
বক্তব্যে স্থানীয় নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সারাদেশেই দৃশ্যমান। তবে বর্তমান সাংসদের সৎ মানসিকতার অভাবে এ অঞ্চলে কাঙ্খিত উন্নয়ন হয়নি। তার উপর মনোক্ষুন্ন হয়ে অনেকেই এখন নৌকার পক্ষে ভোট চাইতে বিব্রতবোধ করেন। তাই আসন্ন নির্বাচনে আকরাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবী জানান তারা।
কর্মসূচিতে যোগদান করে স্থানীয় নেতাকর্মীদের কথা শোনেন সাবেক সাংসদ আকরাম হোসেন চৌধুরী। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
এর আগে এই কর্মসূচি সফল করতে উপজেলার ৮টি ইউনিয়নের সহ¯্রাধিক নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করেন আকরাম হোসেন চৌধুরী।
Leave a Reply