ডেস্ক রিপোর্ট :
ব্যবসা সম্প্রসারণ এর পদক্ষেপ হিসেবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডকে বাংলাদেশী পরিবেশক হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষনা দিল ক্যাসপারস্কি ল্যাব।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অ্যান্টিভাইরাসের বাজারের হিসাবে বাংলাদেশের বাজারে ভালো অবস্থানে রয়েছে রাশিয়ার অ্যান্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কি। বাংলাদেশে আরও বেশি ব্যবসা বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
ক্যাসপারস্কি ল্যাবের দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপক শ্রেনিক ভায়ানি বলেন, ‘এ অঞ্চলে সাইবার অপরাধীদের দমনের কৌশলে আমরা এগিয়ে যেতে চাই। ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের ১ বিলিয়ন ডলার চুরির ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। এটা আমাদের জন্য একটা শিক্ষা। কোনো অঞ্চলই পুরোপুরিভাবে নিরাপদ নয়। এ জন্য সাইবার নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরেই এ দেশে ক্যাসপারস্কি বিষয়ে আগ্রহ দেখেছি। ক্যাসপারস্কি ল্যাবের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ হচ্ছে।’
শ্রেনিক বলেন, বাংলাদেশে অ্যান্টিভাইরাসের বাজার বড় হচ্ছে। এখানে মাসে এক লাখ ইউনিট পর্যন্ত চাহিদা রয়েছে।
স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম বলেন, ‘বিশ্বে ক্যাসপারস্কি ল্যাব সাইবার নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ নাম। স্মার্ট টেকনোলজিস এখন তাদের পণ্য পরিবেশক হিসেবে কাজ করবে।
স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক এস এম মহিবুল হাসান বলেন, ‘ক্যাসপারস্কি একটি ব্রান্ড এবং একটি আস্থার নাম। আমাদের দেশে উল্লেখযোগ্য হারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে সাইবার ঝুঁকি। ব্যক্তিগত পর্যায়ে কিংবা করপোরেট পর্যায়ে তথ্য এবং আর্থিক ঝুঁকি এড়াতে সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তাও ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। এ ঝুঁকি কমাতে ক্যাসপারস্কি কাজ করবে।’
Leave a Reply