বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কিশোরগঞ্জ জেলা শাখার কার্যনিবার্হী কমিটির দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা শহরের সতাল এলাকার কেসিসিআই চেম্বার ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী দুবছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেলে নির্বাচন লক্ষ করা যায়।
এবারের নির্বাচনে আগামী দুবছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে গাজী-মাসুদ-নন্দন পরিষদের গাজী জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে একই পরিষদের মো: মাসুদুজ্জামান মাসুদ ও কোষাধ্যক্ষ পদে নন্দন বণিক নির্বাচিত হয়েছে।
একই প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় নির্বাচিত ব্যক্তিরা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
Leave a Reply