“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা” এই স্লোগানে আবহমান বাংলার ঐতিহ্যে লালিত পহেলা বৈশাখ পালিত হয়েছে কিশোরগঞ্জে।
বৃহস্পতিবার বাংলা নববর্ষ, ১৪২৯ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর উদ্যোগে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা এর আয়োজন করা হয়।
মঙ্গল শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি তে বাংলা নববর্ষ, ১৪২৯ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, পিপি অ্যাডভোকেট শাহ মোঃ আজিজুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা বেগম আছমা, ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।
Like this:
Like Loading...
Related
Leave a Reply