রাঙামাটির দূর্গম বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে আব্দুল হান্নান আরব নামে এক প্রিজাইডিং অফিসারসহ পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন ১৪ জন।
সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘাইছড়ির সিজক এলাকায় নির্বাচনী কাজ শেষে উপজেলা সদরে ফেরার পথে নয় কিলো এলাকায় হামলার শিকার হন তারা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদিম সারোয়ার জানান, আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে করে চট্টগ্রামের সিএমএস হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply